বৃহস্পতিবার, ০৫ জানুয়ারী, ২০২৩
22 Nov 2024 12:36 pm
বিপিএলের ট্রফি নিয়ে ফটোসেশনে ৭ দলের অধিনায়কেরা। তবে ফরচুন বরিশালের সাকিবের পরিবর্তে সেখানে উপস্থিত ছিলেন মেহেদী হাসান মিরাজ।
টিভি চ্যানেলের পাশাপাশি প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে বিপিএল সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশসহ মোট ১৫টি দেশে দেখা যাবে এবারের আসরটি। বাংলাদেশে নাগরিক টিভি এবং ওটিটি প্ল্যাটফর্ম দারাজ ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে। প্রতিটি ম্যাচ দেখা যাবে ভারতের ডিসকভারি টিভি চ্যানেলেও। একই সঙ্গে ওটিটি প্ল্যাটফর্ম ফ্যান কোড প্লাসে খেলা দেখা যাবে।
শ্রীলঙ্কার ইউরো স্পোর্টস এবং ওটিটি প্ল্যাটফর্ম দারাজ লাইভে সরাসরি বিপিএল সম্প্রচার করবে। নেপাল এবং মালদ্বীপে ইউরো স্পোর্টস এবং ওটিটি প্ল্যাটফর্ম টি-টোয়েন্টিসেভেন্থস্পোর্টস ডটকম, পাকিস্তানে জিও টিভি এবং পিটিভি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার ইএসপিএন, ইউএই, কাতার এবং ওমানে সিনেব্লিটজ আইএম এইচডি, ওয়েস্ট ইন্ডিজে স্পোর্টস ম্যাক্স টিভি, মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুর, আফ্রিকার ক্রিকেট ভক্তরা ওটিটি প্ল্যাটফর্ম এবং আইসিসি টিভিতে বিপিএল দেখতে পারবেন।
এদিকে, টুর্নামেন্ট শুরুর একদিন আগে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ট্রফি উন্মোচন করা হয়েছে। ট্রফি উন্মোচন শেষে একসঙ্গে ছবি তুলেছেন সব অধিনায়ক। তবে সেখানে ছিলেন না ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মেহেদী হাসান মিরাজ।
বরিশাল বাদে বাকি ছয় ফ্র্যাঞ্চাইজির অধিনায়করা ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক হিসেবে হাজির ছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। খুলনা টাইগার্সের নেতৃত্ব পাওয়া তরুণ ক্রিকেটার ইয়াসির আলি রাব্বিকেও দেখা গেছে। গেল আসরে দল না পাওয়া নাসির হোসেন এবার নেতৃত্ব পেয়েছেন ঢাকা ডমিনেটরসের। পাশাপাশি বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স আবারও আস্থা রেখেছে ইমরুল কায়েসের ওপর।
সূত্র: বাসস