বৃহস্পতিবার, ০৫ জানুয়ারী, ২০২৩
02 Apr 2025 04:12 am
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি গাল্স স্কুল এন্ড কলেজের কম্পিউটার শিক্ষক উপজেলার সুদিন গ্রামের এবারত হোসেন সাব্বির গতকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারী) ভোর ৪টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল বলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি.............রাজিউন)।
তার বয়স হয়েছিল ৪৯ বছর ৬ মাস। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই মেয়ে, ভাইবোনসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেলেন। ওইদিন বাদ আছর সুদিন গ্রামে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক গোড়স্থানে দাফন করা হয়। শিক্ষক এবারত হোসেন সাব্বিরের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছেন, অবসরপ্রাপ্ত শিক্ষক সাংবাদিক গোলাম মোস্তফা, আব্দুস ছামাদ, শিক্ষক প্রতিনিধি সহকারি অধ্যাপক আব্দুল লতিফ, অনিত পাল, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান, সাধারণ সম্পাদক বেনজীর রহমান, সাংবাদিক খন্দকার মেহেদী হাসান, মনজুরুল ইসলাম, আবু মুত্তালিব মতি, মিজানুর রহমান ও এরশাদ আলী।
আবু মুত্তালিব মতি