বৃহস্পতিবার, ০৫ জানুয়ারী, ২০২৩
01 Apr 2025 03:07 am
![]() |
এনসোকে মাত্র ৭ মাস আগেই ১২৬ কোটি টাকা দিয়ে কিনেছিল পর্তুগিজ ক্লাব বেনফিকা। এবার তাকে প্রায় ১৪০০ কোটি টাকা দিয়ে বিক্রি করতে যাচ্ছে তারা।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার মূল একাদশে জায়গা পাবেন কিনা তা নিয়ে সংশয় থাকলেও পরে বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতেন এনসো। এরপরই নিজের বর্তমান ক্লাব বেনফিকাকেও বড় সুযোগ করে দিয়েছেন।
গত বছর জুন মাসেই ক্লাব মৌসুম শুরু হওয়ার আগে এনসোকে আর্জেন্টিনার ক্লাব রিভারপ্লেট থেকে ১০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে কিনেছিল বেনফিকা। ইউরোপের ফুটবলে বেনফিকা বেশ পরিচিত নাম, পরপর দু’বার ইউরোপিয়ান কাপ (বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগ) জিতেছিল তারা।
একলাফে এনসোর দাম বেড়ে ছুঁয়েছে আকাশ। বেনফিকা তার চুক্তিতে ‘বাই আউট ক্লজ’ রেখেছিল ১১২ মিলিয়ন পাউন্ড। ইংলিশ ক্লাব চেলসি এখন এনসোকে পেতে এই মূল্য দিতেও এক পায়ে রাজি! তাই বেনফিকার ভাগ্যেও যে এই বড় দাওটা লেখা ছিলো, সেজন্য তারা এনসো ফার্নান্দেজকে নমনম করতেই পারে। ১২৬ কোটি টাকা খরচ করে কেনা খেলোয়াড়কে ৭ মাসের মাথায় বিক্রি করে তারা পেতে যাচ্ছে প্রায় ১৪০০ কোটি টাকা। সূত্র : দ্য সান।