বুধবার, ০৪ জানুয়ারী, ২০২৩
03 Apr 2025 09:51 am
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃবাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুরে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে সাদুল্লাপুর উপজেলা ছাত্রলীগের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর শহীদ মিনার সংলগ্ন উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে কেক কাটা হয়।
তানভির আহমেদ মুন্নার নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাকারিয়া খন্দকার, মোজাহারুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক শাহ মো. ফজলুল হক রানা, নুরুল হক বকসী, আওয়ামীলীগ নেতা মতিয়ার রহমান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তালুকদার জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোস্তফা কামাল মোস্তফা, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রিপন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আশিক, তাঁতী লীগের সাধারণ সম্পাদক হেলাল মাহমুদ প্রমুখ।