বুধবার, ০৪ জানুয়ারী, ২০২৩
24 Nov 2024 04:47 am
জুবায়ের আহমেদ,বাহুবল(হবিগঞ্জ) প্রতিনিধিঃহবিগঞ্জের বাহুবল উপজেলার বাবনাকান্দি গ্রামের আব্দুন নূর মিয়ার একটি ঘোড়া বাড়ি থেকে চুরি হয় গত ১লা জানুয়ারি রাতে। অনেক খোজাখুজির পর ৪ জানুয়ারি বুধবার ২ টারদিকে বাহুবল সদর ইউনিয়নের বড়ইউড়ি কবরস্থানের পাশে দেয়াল নামক স্থানে ঘোড়ার কাটা লেজ ও পা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এতেই স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে আব্দুন নূর ঘটনাস্থলে গিয়ে লেজ ও পা দেখে নিজের চুরি যাওয়া ঘোড়ার বলে সনাক্ত করেন। এ ঘটনার খবর পেয়ে বাহুবল মডেল থানার এসআই এখলাছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে কাটা লেজ ও পা আলামত হিসেবে থানায় নিয়ে আসেন। এঘটায় বাহুবল বাজারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আলামত দেখে পুলিশ ও দর্শনার্থীদের ধারণা - ঘোড়াটি চুরি করে দেয়াল নামক স্থানে নিয়ে কোন কসাইর মাধ্যমে জবাই করে মাংসগুলো বিক্রি করা হয়েছে। ঘোড়ার মালিক আব্দুন নূর মিয়া জানান,তার ঘোড়াটির বাজার মূল্য প্রায় ৩৫ হাজার টাকা হবে। তিনি আরো জানান- গত ২ সপ্তাহ পূর্বেও তার ৪০ হাজার টাকা দামের আরেকটি ঘোড়া চুরি হলেও কোন সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনাটির আলামত দেখে স্থানীয়রা মন্তব্য করেন যে, ঘোড়াটি জবাই করে কোন দুষ্কৃতিকারী বা কোন কসাই নিজেরাই মাংসগুলো নিশ্চিত বিক্রি করার হীন উদ্দেশ্যে এমন অমানবিক কান্ডটি করেছে। ইতিপূর্বে ওই স্থানে গরুর চামড়া ও কাটা পা পাওয়া যায়।
এদিকে এলাকায় প্রায় লোকজনেরই গরু চুরির ঘটনা ঘটলেও অধিকাংশ চোরাই গরুরই সন্ধান পাওয়া যায়নি। গরু চুরির সাথে সাথেই পুলিশ ও ভূক্তভোগীগণ সম্ভাব্য গরুর বাজারে গোপন অনুসন্ধান নজরদারী চালাতে থাকে। কিন্তু চোরাই গরু উদ্ধার অনেকাংশেই সম্ভব হয়নি। এতেও ধারণা-চোরেরা কোন গোপন স্থানে নিয়ে জবাই করে মাংসগুলো কসাইর কাছে বিক্রি করেন। গত বছর বাহুবলের পাহাড়ী এলাকার বিভিন্ন স্থানে চোরাই গরুর চামড়া ও কাটা পা’গুলো পাওয়া যায়।