বুধবার, ০৪ জানুয়ারী, ২০২৩
24 Nov 2024 11:04 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গোবিন্দগঞ্জে কামারদহ ইউনিয়নের কামারদহ গ্রামে ছাকাউলের বাড়ীতে ছিল বর্তমান যুগের ইন্টারনেট কানেকশন ওয়াইফাই। সেই ওয়াইফাই এর পাসওয়ার্ড ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করত আসামী, সাবু মিয়া(৫৫) পিতা সাখাওয়াত,অন্তর মিয়া(২১),আপন মিয়া(১৯) উভয় পিতা সাবু মিয়া,আঞ্জুয়ারা বেগম স্বামী সাবু, ও রাকিব(২৫) সহ আরো কয়েক জন, এজাহার সুত্রে জানাযায়, ঘটনার এক দিন পূর্বে ওই পাসওয়ার্ড পরিবর্তন করলে হয় বিপত্তি।
গত ২৭ ডিসেম্বর আসমী ছাকাউলের ছেলে শাওনের নিকট ওয়াইফাই লাইনের পাসওয়ার্ড চায়। শাওন পাসওয়ার্ড দিতে অস্বীকার করলে অকথ্য ভাষায় গালীগালাজ ও এলোপাথাড়ি ভাবে মারপিট করিয়া কিল-ঘুষি ও ছেলা ফোলা রক্তাক্ত জখম করে অন্তর ও আপন। উক্ত ঘটনার বিষয়ে সাবু মিয়া নিকট বিচার দিলে তারা সমাজের গন্যমান্য ব্যক্তির কথা অমান্য করে কোন বিচার মানিনা বলে পূর্ব পরিকল্পীত ভাবে আক্রমন করে সিরাজুল,শাওন,ছাকাউলের স্ত্রীসহ ভাই বউ সবাইকে মারপিট করে। এসময় সাকাউলের পাজরে, বুকে ও সিরাজুলের মাথায় আঘাত করে আসামীরা। ঘটনার একসপ্তাহ পর ছাকাউল কিভাবে মারা গেল জানতে ছাকাউলের মোবাইলে ফোন করলে তার ভাতিজা সাংবাদিকদের জানায়, আসামীরা আমার চাচার বুকে ইট দিয়ে আঘাত করে ফলে তাৎক্ষণিক সমস্যা না হলেও পরে অসুস্থ হয়ে মারা যায়।