বুধবার, ০৪ জানুয়ারী, ২০২৩
04 Apr 2025 03:35 pm
![]() |
হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ- নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরের হাকিমপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।এ উপলক্ষ্যে আজ বুধবার সকাল সাড়ে ৮ টায় হিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে কেক কাটা, জাতীয় ও দলীয় পাতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্যসহ দোয়া খায়েরের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা প্রফেসার সৈয়দ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সোহরাব হোসেন প্রতাব মল্লিক,আব্দুল লফিত মন্ডল,উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ,পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আতাউর রহমান কাজল,উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান,সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি তারিকুল সরকার,সাধারণ সম্পাদক অনিক সরকার,পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিম,সহ উপজেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মিরা।
কেক কাটা ও দোয়া মাহফিল শেষে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান নেতৃত্বে শতাধিক দু:স্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ, পথ শিশুদের মাঝে শিক্ষার উপকরণ বিতরণ,সেচ্ছায় রক্তদান ও বৃক্ষ রোপণ করা হয়।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম