মঙ্গলবার, ০৩ জানুয়ারী, ২০২৩
05 Apr 2025 02:38 am
![]() |
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলে ইজিবাইকের ধাক্কায় একজন নিহত। নড়াইলের কালিয়া-গোপালগঞ্জ সড়কের কালিনগর নামকস্থানে রাস্তা পাওয়ায় সময় ইজিবাইকের ধাক্কায় মোসলেম মোল্যা (৬০) নামের একজন নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমিম আলম। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি কালিয়া উপজেলার পারবাঐশোনা গ্রামের মৃত কুটি মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপালগঞ্জমুখী একটি দ্রুতগামী ইজিবাইক উপজেলার কালিনগর নামক জায়গায় রাস্তা পার হওয়ার সময় মোসলেম মোল্যাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়ে চলে যায়। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।