মঙ্গলবার, ০৩ জানুয়ারী, ২০২৩
02 Apr 2025 06:26 am
![]() |
নতুন বছরকে স্বাগত জানিয়ে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা স্বামী শোয়েব মালিকের সঙ্গে তোলা একটি ছবি নিজের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
টেনিস তারকার সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই গুঞ্জন তৈরি হয়। সাম্প্রতিক সময়ে সানিয়া-শোয়েবের ডিভোর্সের খবর চাউর হচ্ছে মিডিয়ায়। সানিয়া মির্জার ইনস্টাগ্রামের প্রোফাইলের ছবিও তাই বলছে।
ছবির ক্যাপশনে সানিয়া লিখেছেন- ‘আমার কাছে ২০২২-এর জন্য গভীর ক্যাপশন নেই, তবে আমার কাছে কয়েকটি সুন্দর সেলফি রয়েছে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। বিশেষ দ্রষ্টব্য: ২০২২ তুমি সত্যিই অনেক ক্ষেত্রে আমার পেছনে লাথি মেরেছ, কিন্তু আমি এখন ধরতে পারছি!’
২০১০ সালে দুবাইয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। ২০১৮ সালে জন্ম হয়েছিল ছেলে ইজহানের।
খবর রটেছে পাকিস্তানি অভিনেত্রী আয়েশা ওমরের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছিলেন শোয়েব, যার জেরে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন সানিয়া। তবে এই জল্পনা হাওয়ায় উড়িয়ে দিয়েছেন আয়েশা। তার দাবি শোয়েবের সঙ্গে তার সম্পর্ক শুধুই বন্ধুত্বের।