মঙ্গলবার, ০৩ জানুয়ারী, ২০২৩
28 Mar 2025 09:04 pm
![]() |
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ মঙ্গলবার দুপুরে সহকারি রিটানিং অফিসার ও বগুড়ার কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ এর নিকট হতে বগুড়া-৪, (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপ-নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলন করেন উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু)।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক শামছুল হক, দলিল লেখক রমজান আলী, শাহজাহান আলী, বাবলু, মাহবুবুর রহমান বাবু, হারুনুর রশিদ সহ দলিল লেখক সমিতির সকল সদস্য ও নকলনিবশ সমিতির সভাপতি, সম্পাদক সহ সকল নকলনিবশ ।
কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু) এর সাথে কথা বলা হলে তিনি জানান, কাহালুর জনগণ যেভাবে আমাকে সংসদীয় উপ-নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য উৎসাহিত যুগিয়েছেন। সেইজন্য আমাকে যদি উপজেলা ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে হয় তাতেও আমি রাজি আছি। মজার বিষয় হলো আমার জীবনে যে কয়টি নির্বাচন করছি তার সবটিতে আমি জয়ী হয়েছি। আমি সংসদীয় উপ-নির্বাচনেও আমি জয়ী হব ইন্শা আল্লাহ। পরিশেষে তিনি সকলের নিকট হতে দোয়া কামনা করেছেন।