সোমবার, ০২ জানুয়ারী, ২০২৩
22 Apr 2025 11:40 am
![]() |
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ “উন্নয়নে সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার উল্লাপাড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। উপজেলা সমাজসেবা অফিস এ দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। এ উপলক্ষে বেরা করা বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না ও রিবলী ইসলাম কবিতা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল মোতালিব প্রমুখ।
সজীব আহমেদ