সোমবার, ০২ জানুয়ারী, ২০২৩
22 Nov 2024 03:13 am
৭১ভিশন ডেস্ক:- দল থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার দুদিন পর উকিল আব্দুস সাত্তার ভূঁইয়াকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার রাতে বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য উকিল আব্দুস সাত্তারকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার বিএনপি থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেন উকিল আব্দুস সাত্তার। এরপর নিজের ছেড়ে দেওয়া ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে আবারো প্রার্থী হওয়ায় বিএনপির পক্ষ থেকে বহিষ্কারের কথা বলা হয়।
গত ১১ ডিসেম্বর দলীয় সিদ্ধান্তে বিএনপির সাতজনের মধ্যে সংসদ থেকে পদত্যাগ করেন উকিল আব্দুস সাত্তার ভূঁইয়াও। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হিসেবে তার দলীয় পদ ছিল। সংসদ থেকে পদত্যাগের দলীয় সিদ্ধান্তে তিনি ক্ষুব্ধ হন।
ডেইলি-বাংলাদেশ