রবিবার, ০১ জানুয়ারী, ২০২৩
24 Nov 2024 11:17 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বছরের প্রথম দিনে বগুড়ার আদমদীঘি উপজেলায় নতুন বই বিতরণ উৎসব আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার বেলা ১২ টায় আদমদীঘি আইপিজে উচ্চ বিদ্যালয় ও মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে পৃথক আলোচনা সভা ও বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বই বিতরণ উৎসব উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।
বিআরডিবি চেয়ারম্যন মিজানুর রহমান বাবুর স ালনায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ, ওসি রেজাউল করিম, প্রাথমিক শিক্ষা অফিসার সামছুল ইসলাম দেওয়ান, আইপিজে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজু আরা বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, রফিকুল ইসলাম প্রমুখ। অপর দিকে একই দিন মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবির উদ্দিন, উপাধ্যক্ষ অধ্যাপক (অবঃ) নজমুল হুদা খন্দকার, সহকারি প্রধান শিক্ষক উম্মে হাবিবা ও কমিটির সদস্য শিক্ষক ও অভিভাবকগন। অত্র উপজেলায় ৩০টি মাধ্যমিক বিদ্যালয়, ১৪টি মাদরাসা, ৯৮টি প্রাথমিক বিদ্যালয় ও ৩৬টি কেজি শিক্ষা প্রতিষ্ঠান সমুহের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।
আবু মুত্তালিব মতি