রবিবার, ০১ জানুয়ারী, ২০২৩
12 Dec 2024 02:59 am
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ সারাদেশের মতো রংপুরের পীরগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ জানুয়ারি) হাজী বয়েন উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করে উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেক সাংসদ আলহাজ্ব নুর মোহাম্মদ মন্ডল উৎসবের উদ্বোধন করেন।
হাজী বয়েন উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব নুরুল হক শানুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন, প্রজাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আকতার, হাজী বয়েন উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, সহকারী প্রধান শিক্ষক মমিনুল হক দোয়েল প্রমুখ।
উল্লেখ্য পীরগঞ্জ উপজেলায় ২৩৬ সরকারী প্রাথমিক বিদ্যালয়, এছাড়াও কিন্ডার গার্টেন এবং মাধ্যমিক পর্যায়ে স্কুল ১০৩টি ও ৬৩টি মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়।
মোঃ আকতারুজ্জামান রানা