রবিবার, ০১ জানুয়ারী, ২০২৩
22 Nov 2024 06:15 am
খোকন হাওলাদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : দেশের অন্যান্য স্থানের মতো বরিশালেও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। ইরেংজি বছরের প্রথম দিন আজ প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বরিশাল জেলায় ৩৭ লাখ বই বিতরণ করা হয়। তবে সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে পারেনি কর্তৃপক্ষ। আজ ৮৫ ভাগ শিক্ষার্থী নতুন বই পেলেও ১৫ ভাগ শিক্ষার্থী নতুন বইয়ের ঘ্রান থেকে বঞ্চিত হয়েছে বছরের প্রথম দিন। তাদের হাতে আগামী কয়েক দিনের মধ্যে নতুন বই তুলে দেয়ার কথা বলেছেন জেলা প্রশাসক।
রবিবার (১লা জানুয়ারি) সকাল ৯টায় বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় অধ্যক্ষ অধ্যাপক খোন্দকার অলিউল ইসলাম ও উপাধ্যক্ষ প্রফেসর বিপ্লব কুমার মিত্রসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পরে সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন তিনি। এছাড়া নগরী ও জেলার প্রতিটি বিদ্যালয়ে আজ বই উৎসব অনুষ্ঠিত হয়।
বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে খুশি কোমলমতিসহ বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা। প্রথম দিন বই পেয়ে তারা লেখাপড়ায় মনোনিবেশ করার কথা বলেন। বই উৎসবের মাধ্যমে নতুন বই হাতে পাওয়ায় শিশুরা নতুন উদ্যমে পড়াশোনা শুরু করতে পারবে বলে আশা অভিভাবকদের।
একই কথা বলেছেন শিক্ষাবিদরা। বছরের প্রথম দিন থেকে পড়াশোনায় মনোযোগ দিলে শিক্ষার্থীরা এগিয়ে যাবে বলে প্রত্যাশা অধ্যাপক খোন্দকার অলিউল ইসলামের।
তবে সব শিক্ষার্থী সব বিষয়ের বই পায়নি রবিবার। বরিশাল জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আজ প্রথম দিন ৮৫ ভাগ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। বাকী ১৫ ভাগের হাতে আগামী কয়েক দিনের মধ্যে নতুন বই তুলে দেয়ার কথা বলেন তিনি।
শিক্ষা অফিস সূত্র জানায়, বরিশাল জেলায় প্রাথমিকে ৩ লাখ ২৪ হাজার ৮৬৫ শিক্ষার্থীর জন্য বইয়ের চাহিদা ১৩ লাখ ৩ হাজার ৯৪৫টি। এখন পর্যন্ত ৫০ ভাগ বই এসেছে। জেলায় মাধ্যমিক পর্যায়ে চাহিদার ৭০ ভাগ বই এসেছে বলে জানিয়েছে তারা।