রবিবার, ০১ জানুয়ারী, ২০২৩
25 Nov 2024 09:23 am
প্রেস বিজ্ঞপ্তি:- বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের হাতে নতুন বছরের প্রথম দিন নতুন বই হাতে তুলে দিয়ে বই উৎসব পালন করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় অত্র শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ। বই বিতরণ উৎসবের শুরুতে বেলুন ফেস্টুন উড়িয়ে কার্যক্রমের উদ্বোধন করে প্রধান অতিথি।
নতুন বছরের নতুন বই হাতে তুলে দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ বলেন, নতুন বই নতুন প্রাণে উচ্ছ্বাস ও স্পন্দন জাগায়। সেই উদ্দীপনা ও উচ্ছ্বাস নিয়ে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। নতুন বইয়ের মধুর গন্ধে বিকশিত হোক তোমাদের পড়াশোনার উদ্যোম। নতুন বছরের প্রথম দিন তোমরা নতুন বই পাচ্ছো বিনামূল্যে। এটি একটি যুগান্তকারী উদ্যোগ। যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্ঠার কারণে সম্ভব হয়েছে। আমরা যখন স্কুলে পড়তাম তখন বছরের তিনমাস আমরা সকল বই হাতে পাইনি। খেলাধুলা করে সময় পার হতো। নতুন বইয়ের আশা কম করতাম, আমরা উপর ক্লাশের বড় ভাই বা বোনের কাছ থেকে বই সংগ্রহ করতাম। অথচ তোমাদের হাতে নতুন বই পৌছে গেছে বছরের প্রথম দিন। নতুন বইয়ের গন্ধ নিয়ে তোমরা সঠিক ভাবে পড়াশোনা করবে। এই প্রতিষ্ঠান এখন দেশের মধ্যে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তোমাদের জীবন গড়ে উঠুক সঠিক পথে, যাতে তোমরা আগামীতে মানুষের সেবার নিয়োজিত করতে নিজেদের। দেশের জন্য নিজেদের গড়ে তুলতে পারো।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু বলেন, শিক্ষার্থীরা নতুন বই পেয়েছো। নতুন শ্রেণির পড়াশোনা করবে। বছরের প্রথম নতুন বই পাওয়া খুব কঠিন ছিল। যা সহজ করে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাই তোমরা শিক্ষকদের দেখানো পথে পরিচালিত হয়ে মানবিক মানুষ হয়ে গড়ে উঠবে।
বই কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখা শিক্ষক প্রতিনিধি জেষ্ঠ্য প্রভাষক শহীদুল ইসলাম, কলেজ শাখার ইনচার্জ সহকারী অধ্যাপক কাওসারিন খাতুন, সিনিয়র শিক্ষক ফেরদৌস আলম, স্কুল শাখার শিক্ষক প্রতিনিধি আনজুয়ারা খাতুন, প্রাথমিক শাখার শরমিলা আকতার সহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক,শাহাদৎ আলম ঝুনু,অধ্যক্ষ,পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া।