মঙ্গলবার, ০৬ মে, ২০২৫
13 May 2025 08:48 pm
![]() |
শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-জামালপুরে শিশু ধর্ষণ মামলায় জিয়াউল হকের যাবজ্জীবন কারদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
সোমবার (৫ মে)নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক সিনিয়র জেলা জজ মো. শহিদুল ইসলাম এই রায় প্রদান করেন ।
দন্ডপ্রাপ্ত জিয়াউল হক মাদারগঞ্জ উপজেলার দিঘলাকান্দি গ্রামের মৃত নুরল মন্ডলের ছেলে।রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রেজাউল আমিন শামীম জানান, ২০২১ সালের ২৩ নভেম্বর দুপুরে মাদারগঞ্জ উপজেলার জিয়াউল হক তার প্রতিবেশী পাঁচ বছর বয়সী এক শিশুকে চানাচুর দেয়ার কথা বলে তার মনোহারী দোকানে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এই ঘটনায় শিশুটির নানা মনির উদ্দিন বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। গত ২০২২ সালের ১৪ আগষ্ট আদালতে অভিযোগ গঠন করা হয়।মামলায় সাত জন স্বাক্ষীর সাক্ষের ভিত্তিতে দোষী প্রমানিত হওয়ায় জিয়াউল হকের বিরুদ্বে এই রায় দেন আদালত।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট রেজাউল আমিন শামীম এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবুল হাশেম তরফদার।