মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
11 Mar 2025 05:03 am
![]() |
সঞ্জু রায়,বগুড়া:- “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” প্রতিপাদ্যতে বগুড়ায় সোমবার নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস।
জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় দিবসটিতে সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে আয়োজন করা হয় অগ্নিকান্ড বিষয়ক মহড়ার। মহড়া পরবর্তী সকাল ১১ টায় বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ করতোয়ায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়ার ব্যবস্থাপনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। এসময় তিনি বলেন, যেকোনো দুর্যোগের পূর্ব প্রস্তুতিই পারে বড় ধরনের ক্ষয়ক্ষতি মোকাবেলা করতে। দুর্যোগের পূর্বে, দুর্যোগ কালীন এবং দুর্যোগ পরবর্তী ব্যবস্থা গ্রহণে ওয়ার্ড পর্যায় থেকে মন্ত্রণালয় পর্যন্ত বিভিন্ন কমিটি করে দেয়া আছে যেগুলো আরো সক্রিয় করতে হবে। প্রাকৃতিক নানা দুর্যোগের বিষয়ে মানুষকে আরো সচেতন করতে হবে। ভয় না পেয়ে মোকাবেলা করার কৌশল জানা থাকলে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকটাই এড়ানো সম্ভব হয়। তিনি আরো বলেন, বগুড়ার প্রেক্ষাপটে প্রতিবছর নদী এলাকায় বন্যাসহ সামনে কালবৈশাখী ঝড়ের সময় আসছে।
এছাড়াও ইদানিং কালে এই অঞ্চলে বজ্রপাতে কৃষকের মৃত্যুর ঘটনাও ঘটছে যা অত্যন্ত দুঃখজনক। তিনি দুর্যোগ মোকাবেলায় গঠিত সকল কমিটিগুলোকে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে ছোট বড় সকল দুর্যোগ মোকাবেলায় সকলকে আরো সচেতন ও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান। দুর্যোগকালীন মুহূর্তে সাধারণ মানুষের যে কোন প্রয়োজনে সর্বদা জেলা প্রশাসন ও জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর পাশে থাকবে বলেও অঙ্গীকার করেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন, বিসিক বগুড়ার ডিজিএম একেএম মাহফুজুর রহমান, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বগুড়ার সহকারী পরিচালক আব্দুল জলিল, জেলা পুলিশের প্রতিনিধি ইন্সপেক্টর লুৎফর রহমানসহ এনজিও প্রতিনিধিগণ, রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিসহ জেলা প্রশাসন ও সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।