সোমবার, ১০ মার্চ, ২০২৫
10 Mar 2025 08:14 am
![]() |
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি(দিনাজপুর) প্রতিবেদক:-ভারত থেকে আমদানিকৃত সজনে ডাঁটা দিনাজপুরের হিলি বন্দর বাজারে বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে।অসময়ে আমদানি হওয়ায় বাজারে কদর বেশি এসব সজনে ডাঁটার।তবে আর কিছু দিন পর বাজারে উঠবে দেশি সজনে ডাঁটা।
শনিবার (৮ মার্চ) দুপুরে হিলি বাজার ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি সবজির দোকানে সাজানো রয়েছে সজনে ডাঁটা। তবে এসব ডাঁটা ভারত থেকে আমদানিকৃত। প্রতি কেজি এসব সজনে ডাঁটা বিক্রি করছেন ব্যবসায়ীরা ১৬০ টাকা কেজি দরে।হয়তো এক থেকে দেড় সপ্তাহের মধ্যে বাজারে আমদানি হবে দেশি সজনে ডাঁটা এবং কমে যাবে দাম। অসময়ের এই ডাঁটা বেশি দামে হলেও কিনছেন অনেকেই।
খন্দকার আসরাফ নামের একজন ক্রেতা বলেন,সজনে ডাঁটা পরিবারের সবার পছন্দের খাবার।বাড়িতে দুইটা সজনে গাছ আছে। এবার গাছে অনেক ভাল ফল এসেছে।তবে এখনও দুই সপ্তাহ সময় লাগবে খাওয়ার উপযোগী হওয়ার।বাজারে সজনে ডাঁটা উঠেছে, অসময়ে হওয়ায় দাম টাও বেশি, তবুও আধা কেজি কিনলাম ৮০ টাকা দিয়ে।
একজন দিনমজুর মতিন হোসেন বলেন, সজনে ডাঁটা অনেক পুষ্টিকর খাবার। দামও অনেক বেশি। খেতেও ভাল লাগে, তাই ৪০ টাকা দিয়ে এক পোয়া নিলাম।
হিলি বাজারে সবজি ব্যবসায়ী সোহেল হোসেন বলেন, আমরা আমদানি কারকদের নিকট থেকে ১৩০ থেকে ১৪০ কেজি হিসেবে সজনে ডাঁটা পাইকারি ক্রয় করেছি। তা ১৬০ টাকা কেজি দরে খুচরা বিক্রি করছি।আর কিছু দিনের মধ্যে দেশি সজনে ডাঁটা বাজারে উঠবে। আশা করছি দামও সবার নাগালের মধ্যে আসবে।
সজনে ডাঁটা আমদানিকারক শাহাবুল ইসলাম বলেন, প্রায় এক মাস থেকে ভারত থেকে সজনে ডাঁটা আমি আমদানি করছি। প্রতিদিন আমার এক থেকে দুই গাড়ি ২৫ থেকে ৩০ মেট্রিকটন সজনে ডাঁটা আমদানি করে আসছি।১৩০ থেকে ১৪০ টাকা পাইকারি বিক্রি করছি। তবে আর কয়েক দিনের মধ্যে ভারত থেকে সজনে ডাঁটা আমদানি বন্ধ করে দিবো। কেননা দেশে এবার সজনে ডাঁটার ফলন অনেক ভাল হয়েছে।বাজারে উঠার সাথে সাথে দামও কমে যাবে।