শনিবার, ০৮ মার্চ, ২০২৫
11 Mar 2025 05:19 am
![]() |
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:-রংপুরের পীরগঞ্জে আড়াই বিঘা জমির উঠতি বোরো ধান কেটে সাবাড় করেছে প্রতিপক্ষের লোকজন। উপজেলার মিঠিপুর ইউনিয়নের দুরামিঠিপুর আত্রাই বিল এলাকায় এ ঘটনা ঘটেছে। এই ঘটনায় বৃহস্পতিবার পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছে ক্ষতিগ্রস্থরা।
অভিযোগে জানা গেছে, ১৯৯৫ সালের জানুয়ারী মাসে দুরামিঠিপুর মৌজায় ৪৬ নম্বর দলিলে ২২৯ জেএল,১৯২ খতিয়ানে ক্রয়সুত্রে রামনাথপুর ইউপি’র বড়রামনাথপুর গ্রামের মৃত সায়েদ আলী ১ একর ৫০ শতক জমি ৫ ছেলে নওশা, তোতা, তারা, শাহিন ও স্বাধীনের নামে ক্রয় করে ভোগ দখল করে আসছে।১৯৯৭ সালে মৃত সায়েদ আলীর ছোট ভাই আবেদ আলী কৌশলে মাঠ রেকর্ডে ৫ ভাতিজার নাম কর্তন করে নিজ নামে রেকর্ড করে নেয়।
২০২১ সালে ওই জমির প্রিন্ট পড়চা বের হলে রেকর্ড জালিয়াতির ঘটনা প্রকাশ পায়।ওই বছরে মৃত সায়েদ আলীর ছেলেরা রেকর্ড সংশোধনে ল্যান্ড সার্ভে তে মামলা রুজু করে।পাশাপাশি জমির দখল ঠেকাতে ১৪৪/১৪৫ ধারায় এমআর ৪২৪/২২ আরেকটি মামলা রুজু করে।
১৪৪/১৪৫ ধারার মামলায় ২০২৪ সালের ২০ অক্টোবর মৃত সায়েদ আলীর ক্রয়কৃত জমিতে প্রতিপক্ষের প্রবেশে নিষেধাজ্ঞা জারিসহ পুলিশকে বাস্তবায়নে নির্দেশনা প্রদান করে আদালত।চলতি মওসুমে জমিতে বোরো ফসল রোপনের পর বিগত ১৫ জানুয়ারী চারা নষ্ট করে প্রতিপক্ষরা। ওই ঘটনায় একটি মামলা রুজু হয় আবেদ আলী ও তার স্বজনদের বিরুদ্ধে।গ্রামবাসী ফছির, সাহেব উদ্দিন, বুদামিয়াসহ ক্ষতিগ্রস্থ শাহিন ও নওশা জানান, ক্রয়সুত্রে এই জমি প্রায় ৩০ বছর ধরে ভোগদখল আমাদের। চলতি মওসুমে চারা রোপনের শুরুতে একবার চারা নষ্ট করেছিল।
গত মঙ্গলবার আবারও মৃত আব্দুর রহিমের ছেলে আবেদ আলী ও সাবেদ আলী, আবেদ আলীর ছেলে আইয়ুব আলী, পলাশ ও মামুন, আইয়ুব আলীর ছেলে মোস্তাকিম, ছাবাদ আলীর ছেলে রাশেদুল, রাশেদুলের ছেলে সোয়াইব মিয়াসহ আরো অনেকে রাতের অন্ধকারে ৮ খন্ডের ১ একর ২৫ শতক জমির গামোট বা উঠতি ধানের গাছ কেটে দিয়ে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি সাধন করে।
আবেদ আলীর ছেলে আইয়ুব আলী বলেন, মিথ্যা নাটক সাজিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা চলছে, ২০২১ সাল থেকে গন্ডগোল/সংঘর্ষ এড়িয়ে চলতে ওই মাঠে আমরা কেউ যাই না,অন্য জমিসমুহ লিজ দিয়ে কখনও বর্গা দিয়ে চাষাবাদ করছি।বর্ণিত জমি কাগজমুলে আমাদের। পীরগঞ্জ থানার ওসি এমএ ফারুক জানান,অভিযোগ পাওয়া গেছে,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ,রংপুর