শুক্রবার, ০৭ মার্চ, ২০২৫
07 Mar 2025 05:25 am
![]() |
স্টাফ রিপোর্টার:-বৃহস্পতিবার সকাল ৯ টায় শাহ ওয়ালিউল্লাহ মিলনায়তনে বগুড়া শহর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেকের সঞ্চালনায় দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন শহর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ,শহর নেতা অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, অধ্যাপক রফিকুল আলম,অধ্যাপক আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ,অ্যাডভোকেট শাহীন মিয়া, সেলিম রেজা, অধ্যক্ষ ইকবাল হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে জামায়াতে ইসলামী।জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিচারিক হত্যা করেছে।আওয়ামী লীগ আমাদের নেতাকর্মীদের আটক করে মিথ্যা মামলা দিয়ে বিগত ১৫ বছর কারাগারে বন্দি করে রেখেছিল।
জামায়াতে ইসলামী এক আল্লাহ ব্যতিত কাউকে ভয় করে না।কারো কাছে মাথানত করে না।হত্যা নির্যাতন আটক করে জামায়াত নেতাকর্মীদের কুরআনের দাওয়াত থেকে দুরে রাখা যাবেনা।তিনি সকল দায়িত্বশীলদের সমাজে কুরআন প্রতিষ্ঠান আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান।