বুধবার, ০৫ মার্চ, ২০২৫
06 Mar 2025 12:55 am
![]() |
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি (দিনাজপুর) প্রতিবেদক:-পবিত্র মাহেরমজানের প্রথম দিন থেকে দিনাজপুরের হিলি বাজারে বিক্রি হচ্ছে লেবুর হালি ৬০ টাকা। প্রতি পিচ ১৫ টাকায় কিনতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ।বর্তমান লেবুর সিজন না, যার কারণে বেশি দামে কিনতে হচ্ছে বলছেন, ব্যবসায়ীরা।
মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে হিলি সবজি বাজার ঘুরে দেখা যায়, প্রায় সবজির দোকানে সাজানো আছে লেবু। তবে এসব লেবু অপরিপক্ক। পরিপক্ক হতে এখনও মাসখানেক সময় লাগবে।কিন্তু রমজানে এর চাহিদা প্রচুর। ইফতারের সরবতে অনেক প্রয়োজন।তাই লেবুতে পর্যাপ্ত রস থাকুক বা না থাক, কিনছেন সবাই।এই সুযোগে দাম হাঁকিয়ে নিচ্ছে ব্যবসায়ীসহ কৃষক।
রোজার দুই দিন আগেও যেসব লেবু বাজারে বিক্রি হচ্ছিলো ২০ টাকা হালি। তা রোজার প্রথম দিন থেকে বিক্রি হচ্ছে ৬০ টাকা হালি। ইফতারের অন্যান্য পণ্যের দাম স্বাভাবিক থাকলেও লেবুর দাম দ্বিগুণ হওয়ায় দিশেহারা সাধারণ ক্রেতারা।
হিলি বাজারে লেবু কিনতে আসা আবুল বাশার বলেন, রমজান শুরু হয়েছে।ইফতারের সময় লেবুর রস দিয়ে সরবত খুবি জরুরি।তাই বাজারে লেবু কিনতে আসছি। কিন্তু যে লেবুর দাম? তাতে লেবু কিনা দায়।৬০ হালি, বেশি হলেও কিছু করার নেই, কিনতে হবে,৩০ টাকা দিয়ে ২টা নিলাম।
আসাদুল নামের একজন ক্রেতা বলেন, ১৫ টাকা করে ২ টা লেবু কিনলাম। বাড়িতে লেবুর গাছ আছে তবে লেবু গুলো এখনও খাওয়ার উপযুক্ত হয়নি। পরিপক্ক হতে এখনও এক মাস সময় লাগবে।
হিলি বাজারে লেবু ব্যবসায়ী তারেক হোসেন বলেন,আমাদের এই অঞ্চলে এখনও লেবু তেমন উঠেনি। এখনও মাসখানেক সময় লাগবে। এসব লেবু আমি নাটোর জেলা থেকে কিনে আনছি।১০ থেকে ১১ টাকা পিচ হিসেবে পাইকারি ক্রয় করে আনছি।তা থেকে বড়াগুলো ১৫ টাকা পিচ আর ছোটগুলো ১২ পিচ হিসেবে খুচরা বিক্রি করছি।