মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫
04 Mar 2025 11:00 pm
![]() |
আত্রাই(নওগাঁ)প্রতিনিধি:- নওগাঁর আত্রাইয়ে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ শাখার নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সভাপতি অমিত কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরের দিকে উপজেলার সাহেবগঞ্জ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত অমিত কুমার উপজেলার বহলা গ্রামের অমির’র ছেলে। তিনি আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ শাখার নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সভাপতি।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন,গ্রেপ্তারকৃত অমিত কুমারের বিরুদ্ধে রাজনৈতিক মামলা আছে।মামলাটি বিস্ফোরক আইনে করা হয়েছে। সেই মামলার প্রেক্ষিতে উপজেলার সাহেবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।