শনিবার, ০১ মার্চ, ২০২৫
02 Mar 2025 01:36 am
![]() |
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বিএনপিনেতা ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন একজন মানবিক মানুষ হিসেবে তার নির্বাচনী এলাকার মানুষের সুখে দুঃখে সব সময় পাশে দাড়িয়ে উজ্জল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন।
তার নির্বাচর্নী এলাকার নন্দীগ্রাম উপজেলার দিঘিরপার গ্রামের আব্দুস সালাম নামে এক ব্যক্তি কিডনি জনিত রোগের কারণে গত শুক্রবার ভারতের দিল্লি এ্যাপোলো হাসপাতালে মৃত্যুবরণ করেন। গতকাল শনিবার তার লাশ ঢাকা এয়ারপোর্টে পৌঁছায়। তার পরিবারের পক্ষ হতে সাবেক এম পি আলহাজ্ব মো. মোশারফ হোসেনের কাছে একটি এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়ার জন্য জানান। খবর পেয়ে সাবেক এম পি আলহাজ্ব মো. মোশারফ হেসেন অসুস্থ শরীর নিয়ে ঢাকা এয়ারপোর্টে ছুটে যান। এ সময় তিনি নিহতের পরিবারকে সমবেদনা জানান। সাবেক এম পি আলহাজ্ব মো. মোশারফ হেসেন নিজ খরচে সালামের লাশ বহনের জন্য একটি এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন এবং লাশের সঙ্গে থাকা পরিবারের লোকজনের খাবারের ব্যবস্থা করেন। এবং তিনি নিজ হাতে সালামের লাশ এ্যাম্বুলেন্সে তুলে দেন। নির্বাচর্নী এলাকার অসহায় মানুষের অসুস্থার খবর পেলে আলহাজ্ব মো. মোশারফ হোসেন প্রতিনিয়ত বিভিন্ন হাসপাতালে ছুটে যান এবং তাদের খোঁজখবর নেন এবং চিকিৎসার জন্য নিজস্ব তহবিল হতে আর্থিক সাহার্য্য সহযোগিতা করে থাকেন।
কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন বলেন, হে আল্লাহ তুমি আমাকে যতদিন বেঁচে রাখো, আমি যেন সুখে দুঃখে আমার নির্বাচর্নী এলাকা সহ দেশ ও জাতির কল্যাণ কাজ করে যেতে পারি। হে আল্লাহ তুমি আমাকে এই তৌফিক দান করুন। আমিন।