বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
26 Feb 2025 10:52 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- পরিস্থিতি যেমনই হোক,অন্যকে গালি দেওয়া মুমিনের বৈশিষ্ট্য নয়। এর পরও কেউ রাগান্বিত হয়ে কাউকে গালাগাল করলে তার জন্য দোয়া করা কর্তব্য। তাই মহানবী (সা.) অন্যদের জন্য একটি দোয়া পড়তেন। তা হলো-
اللَّهُمَّ فَأَيُّمَا مُؤْمِنٍ سَبَبْتُهُ فَاجْعَلْ ذَلِكَ لَهُ قُرْبَةً إِلَيْكَ يَوْمَ الْقِيَامَةِ
উচ্চারণ : আল্লাহুম্মা ফাআইয়ুমা মুমিনিন সাবাবতুহু ফাজআল যালিকা লাহু কুরবাতান ইলাইকা ইয়াউমাল কিয়ামাহ)।
অর্থ : আমি যে মুমিনকে গালি দিয়েছিল আপনি তা ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন আপনার নৈকট্য লাভের মাধ্যম হিসেবে কবুল করুন।
হাদিস : আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেছেন, হে আল্লাহ, আমি মানুষ। আমি যে মুসলিমকে গালি বা অভিসম্পাত দিয়েছি আপনি তা তার জন্য অনুগ্রহ ও প্রতিদান হিসেবে কবুল করুন।
অন্য বর্ণনায় এসেছে, আমি যে মুমিনকে গালি দিয়েছিল আপনি তা ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন আপনার নৈকট্য লাভের মাধ্যম হিসেবে কবুল করুন।
(সহিহ বুখারি, হাদিস : ৬৩৬১)
কালের কণ্ঠ