বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
27 Feb 2025 04:27 am
![]() |
৭১ভিশন ডেস্ক:- আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুটি প্রদেশে শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
দেশটির পশ্চিমাঞ্চলের ফারাহ প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ ইসরায়েল সায়ার জানিয়েছেন,ওই প্রদেশে শিলাবৃষ্টির কারণে ২১ জন মারা গেছেন এবং ৬ জন আহত হয়েছেন।
কান্দাহার প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রদেশের কয়েকটি স্থানে ভারী বর্ষণে অন্তত ৮ জনের প্রাণহানি হয়েছে।তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
সূত্র : এএফপি