মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
26 Feb 2025 04:54 am
![]() |
৭১ভিশন ডেস্ক:- ২৫ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ন্যাপ ভাসানী ও ছাত্র-জনতার বিপ্লব আদর্শ বাস্তবায়ন পরিষদের যৌথ উদ্যোগে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে পরিকল্পিত ভাবে ৫৭ জন সেনা অফিসারদের হত্যা ও এদেশের সামরিক কাঠামোকে দুর্বল করে দেওয়ার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত সর্বোচ্চ বিচার কার্যকর করার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে।
সভাপতির বক্তব্যে ন্যাপ ভাসানীর চেয়ারম্যান বঙ্গদ্বীপ মোসতাক আহমেদ ভাসানী বলেন, শেখ হাসিনা নির্বাচিত হওয়ার পরপরই তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার লক্ষ্যে পরিকল্পিত ভাবে বিদেশী শক্তির ইঙ্গিতে ৫৭ জন দেশপ্রেমিক সেনা অফিসারকে বিডিআর বিদ্রোহের নামে নির্মম ভাবে হত্যা করা হয়। তিনি আরো বলেন, এ দেশকে ব্যর্থ রাষ্ট্র করে সিকিম বানানোর একটি পরিকল্পনাও ছিল। শেখ হাসিনা সকল প্রকার অনিয়ম, নির্বাচনে কারচুপি, হত্যা, গুম, খুন, সন্ত্রাস, দুর্নীতির মধ্য দিয়ে গোটা জাতিকে জিম্মি করে রাখে। যেখানে কোন ভোটাধিকার ছিল না, মানবিকতা ছিল না, আইনের শাসন ছিল না। এক কথায় বলতে গেলে কোন কিছুই সঠিক বালাই ছিল না। পরিশেষে এই নারকীয় হত্যাযজ্ঞের সর্বোচ্চ বিচার দাবি করছি। তা না হলে এ ঘটনার আবারো পুনরাবৃত্তি ঘটতে পারে। সেদিন বিদেশী শক্তির উদ্দেশ্য ছিল তৎকালীন বিডিআর ও সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ বাধিয়ে দেওয়া আর বাহিরে বসে হাততালি দেওয়া ও বগলবাজানো। আমরা সেনা, নৌ ও বিমানবাহিনীকে আধুনিকীকরণ ও শক্তিশালী করার আহ্বান জানাই। আমরা পারমাণবিক ক্ষমতাসম্পন্ন রাষ্ট্র দেখতে চাই। সকল স্কুল, কলেজের ছাত্রছাত্রীদের সামরিক প্রশিক্ষণের দাবি জানাই।
সমাবেশে আরো বক্তব্য রাখেন জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিস, ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ-এনসিবি’র চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর, জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, পাহাড়ী-বাঙালি নাগরিক পরিষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মু্িক্তযোদ্ধা মনিরুজ্জামান মনির, ঢাকা দক্ষিণ জাসদের যুগ্ম সম্পাদক মোঃ হুমায়ুন কবির, বিশিষ্ট সমাজচিন্তাবিদ এস কে এনামুল হক সহ প্রমুখ নেতৃবৃন্দ।