রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
23 Feb 2025 10:16 pm
![]() |
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ রোববার সকাল সাড়ে ৮ টার দিকে বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের যোগীর ভবন গ্রামের মাঠে ধানের চারা তুলতে গিয়ে বজ্রপাতে মোহাম্মাদ আকন্দ (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে গাইবান্দা জেলার সাদুল্ল্যাপুর উপজেলার সিকিনি গ্রামের মৃত বুলু আকন্দের পুত্র। মোহাম্মাদ আকন্দ গত শনিবার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের যোগীর ভবন গ্রামের কৃষক তোফাজ্জল বারীর বাড়িতে ইরি ধান রোপনের কাজ করতে আসেন।