শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
22 Feb 2025 12:01 am
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৫ নং মহদীপুর ইউনিয়ানের দোকানঘর নামক স্থানে অসুধ ব্যাবসায়ী ও পল্রী চিকৎসক ছিনতায়ের কবলে পড়ে ৩৫ হাজার টাকা খোয়া গেল। আহত মুকুল মিয়া (৫২ ) শ্যামপুর গ্রামের মৃত্যু বাসেদ মাষ্টরের বড় ছেলে । আজ ১৩ ফ্রেরুয়ারী বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় দোকানঘরের শ্যামপুরে গ্রামের রাস্তায় এই ঘটনাটি ঘটায়।জানা যায়, মুকুল মিয়া প্রতিদিনের মত আজও সারা দিন দোকান বন্ধ করেন।
আরও জানা যায়,ছেলের পাঠানো ৩৫ হাজার টাকা রানার বিকাশ থেকে দোকান ঘর থেকে বাড়ী যাওয়ার পথে শ্যামপুর মোজালের কবর এর রাস্তার তার ব্যাবসা প্রতিষ্ঠান থেকে দুই শত গজ দুরে যেতেই পূর্ব থেকে উৎপাতা ছিনতাই কারীরা তাকে মার ডাং করে তার নিকটে থাকা টাকা গুলো ছিনতাই করে তাকে হত্যার উদ্দেশ্য মার ডাং করে রাস্তায় ফেলে গেলে যায়।
তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তকে অহত অবস্থায় উদ্ধার করে পলাশবাড় হাসপাতালে ভর্তি করান। এ লেখা পর্যন্ত মুকুল হাসপাতালে বেডে মৃত্যুর সঙে পাঞ্জা লড়ছে ও ছটফট করছে। এ বিষয়ে খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী ভুট্ট বলেন,তেমন কিছু গুরুতর আহত হয়নি হালকা সাধারন ফুলা জখম আছে। সামন্য চিকিৎসায় সুস্থ্য হবে।