বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
21 Feb 2025 11:49 pm
![]() |
স্টাফ রির্পোটার:- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা (পূর্ব) ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের কৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশাল আয়োজনের মধ্যদিয়ে
২ নং বালিথুবা পূর্ব ইউনিয়নের ১ থেকে ৯ নং ওয়ার্ড যুবদলের এই দ্বি বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। দলকে সুসংগঠিত করতে এবং বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন যুবদলের মধ্যে চাঙ্গা মনোভাব এনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে এই কর্মী সম্মেলনের আয়োজন করেন ইউনিয়ন যুবদল।
কর্মী সম্মেলনে ইউনিয়ন যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিন মিজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ডাক্তার আবুল কালাম আজাদ। এ সময় তার বক্তব্যে তিনি বলেন, আগামী দিনে দলকে সুসংগঠিত করতে এবং দলের মধ্যে সব সময় কাজ করার মত পরিশ্রমী কর্মীদেরকে যোগদানে উৎসাহিত করতে হবে এবং কোন অবস্থাই সুবিধাবাদী কর্মীদের এই কমিটিতে স্থান দেওয়া যাবে না। এই ধরনের ত্যাগী এবং পরিশ্রমী ও দলের দুর্দিনে যারা দলের সাথে কাজ করেছেন এ কর্মীদেরকে দিয়ে বিভিন্ন ওয়ার্ড কমিটি ও ইউনিয়ন যুবদলের একটি শক্তিশালী কমিটি গঠন করতে হবে।
অনুষ্ঠানে ২নং বালিথুবা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ কাউসার হামিদ তালুকদার ও সিনিয়র যুগ্ন আহবায়ক নাজমুল কবির খানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ ইব্রাহীম, সাধারণ সম্পাদক আলী হারেচ, সাংগঠনিক সম্পাদক মহরন খান জিয়া, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফারুক খান সহ আরো অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন নয়ন খান, এমরান মেম্বার, শফিউল্লাহ হায়দার, নাজমুল হোসেন তালুকদার, ইব্রাহিম তালুকদার, শরীফ হোসেন, জসিম, খান মোঃ সোহেল, জাকির মিজি সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সহস্রাদিক যুবদলের নেতাকর্মী ও সমর্থক বৃন্দু।