মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২৫
05 Feb 2025 03:02 am
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোঃ রাকিবুর রহমান রকিব:- ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলায় জায়গা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আজাদ আলী ৫৫ ও আমানত ৬০ নামের দু’জন নিহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতদের লাশ জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি রোধে উভয় পক্ষের চারজনকে আটক করেছে সতর্ক অবস্থানে রয়েছে সরাইল থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, বিশুতারা গ্রামের মৃত উমর আলির ছেলে আজাদ আলী গংদের সঙ্গে একই বংশের মৃত উসমান আলির ছেলে ইনসান আলীদের দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধ চলছিল। এর আগেও প্রায় ৯ বছর তাদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা ও হত্যার ঘটনা ঘটেছিল। এতে মিয়া হোসেন হত্যা মামলার আসামি আজাদ আলী গংরা। আর আরেকটি হত্যা মামলার আলী ইনসান আলী গংরা। মামলায় উভয় পক্ষ কারাবরণও করেছেন। এ ঘটনায় গত ৯ বছরেরও অধিক সময় ধরে আজাদ গংরা গ্রামের বাইরে অবস্থান করছিলেন। সম্প্রতি আজাদ আলীরা গ্রামের বাড়িতে ঘর নির্মাণের কাজ করলে এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে প্রতিপক্ষ ইনসান গংরা।
পরে মঙ্গলবার ভোরে বাড়ির পাশে নিজের দোকান খুলতে যায় আজাদ। এসময় আকস্মিকভাবে ইনসান আলির পক্ষের মন্নান (২২) হান্নান (২১) সহ বেশ কয়েকজন হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। পরে আজাদের লোকজনও তাদের উপর হামলা চালায়। এতে বল্লমের আঘাতে গুরুতর আহত মিছির আলির ছেলে আমানত। পরে আশঙ্কাজনক অবস্থায় আজাদ আলী ও আমানতকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ২ জনই মারা যায়।