রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
27 Jan 2025 10:45 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- জেলার সাদুল্লাপুরের সেই কথিত ভণ্ড পীরের আস্তানা ‘দরবার শরীফে’অভিযান চালিয়েছে পুলিশ ও প্রশাসন।গনমাধ্যমে প্রচারের পর শনিবার (২৫ জানুয়ারি)বিকেলে উপজেলার ইদিলপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের দরবার শরীফে অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন সাদুল্লাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন।এ সময় ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সরকার ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।
তবে অভিযান টের পেয়ে আগেই পালিয়ে যান ভণ্ড পীর জুলফিকুর রহমান বিপ্লব। অভিযানে তার আস্তানায় তল্লাশি চালিয়ে দরবার শরীফে থাকা পতাকাসহ বিভিন্ন সরঞ্জাম খুলে ফেলা হয়।
আগামীকাল রোববার দুপুরের মধ্যে আস্তানার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়। অন্যথায় ভণ্ড পীর জুলফিকুর রহমান বিপ্লবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দীন।
এদিকে,দরবার শরীফের আড়ালে ভক্ত-শিষ্যর আস্তানা গড়ে তুলে অপচিকিৎসার বিরুদ্ধে প্রশাসনের অভিযানে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে।তবে অভিযুক্ত কথিত ভণ্ড পীরসহ তার দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
উল্লেখ, গত ৭-৮ বছর ধরে কথিত পীর বিপ্লব তার নিজ বাড়িতে সাজানো-গোছানো আস্তানায় চিকিৎসার নামে চালাচ্ছেন রমরমা ব্যবসা। তার দালাল সিন্ডিকেট চক্রের অপপ্রচারের কারণে প্রতিদিনেই আস্তানায় চিকিৎসার জন্য এসে প্রতারণার শিকার হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো সহজ-সরল নারী-পুরুষ।