শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
24 Jan 2025 01:39 pm
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ- রংপুরের পীরগঞ্জে ন্যায়বিচারে নারীর প্রবেশাধিকার প্রকল্প অগ্রগতি এবং লিগ্যাল এইড শক্তিশালীকরণ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নিবার্হী কর্মকর্তার সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা “নিজেরা করি’ এর আয়োজনে, জার্মান সরকারের পক্ষে বিএমজেড,ইউরোপিয়ান ইউনিয়নের সহ-অর্থায়নে, উন্নয়ন সহযোগী আরডিআরএসরে সহযোগিতায়।এ্যাকসেস টু জাস্টিস ফর উইমেন কর্মসূচির অধীনে এবং স্ট্রেনদেনিং ডিসপুট রিজর্যুশন এন্ড ইমপ্রæভিং কেস ম্যানেজমেন্ট শীর্ষক প্রকল্পের এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম’র সভাপতিত্বে এ্যাকসেস টু জাস্টিস ফর উইমেন কর্মসূচির নিজেরা করির পক্ষ থেকে প্রকল্পের সার সংক্ষেপ তুলে ধরেন জেলা প্রোগ্রাম অফিসার সাইফুন্নাহার।
সভায় বক্তরা বলেন, সরকারের পক্ষ থেকে অনানুষ্ঠানিক পেশায় কাজ করা প্রান্তিক নারীদের ক্ষমতায়ন ও লিঙ্গ সমতার প্রতি সংবেদনশীলতা ন্যায়বিচারে নারী প্রবেশাধিকার নিশ্চিত করতে সরকার বিভিন্ন দপ্তরের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে।শুধু প্রকল্প বাস্তবায়ন করলেই হবে না, নারীদের ন্যায়বিচারে নারী প্রবেশাধিকার মর্যাদা নিশ্চিত কার্যক্রম পরিচালনার করতে হবে।
অনুষ্ঠানের উন্মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন, আরডিআরএস বাংলাদেশ সংস্থার সমন্বয়কারী মেজবাহুন নাহার,উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ মোসলেম উদ্দিন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃআব্দুর রাজ্জাক, পাঁচগাছী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবলু মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ ফারহানা,পীরগঞ্জ থানার এসআই মেহেদী হাসান, সাংবাদিক আকতারুজ্জামান প্রমুখ।
এ সময় নিজেরা করি সংস্থার ন্যায়বিচারে নারী প্রবেশাধিকার প্রকল্পের এমইএস মমিনুল ইসলাম কমিউনিটি প্যালালিগ্যাল জয় শংকর, শিল্পী মাহাতন উপস্থিত ছিলেন।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ,রংপুর