শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
24 Jan 2025 09:39 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম বাস্তবায়নে আদমদীঘি উপজেলা সমন্বয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বেলা ১২ টায় আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে এই সাধরণ সভা অনুষ্ঠিত হয়।
আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা,অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান,নির্বাচন অফিসার রাজু আহমেদ,শিক্ষক ফিরোজ হোসেন প্রমুখ।
সভায় ২০০৮ সালের ১ জানুয়ারী যাদের জন্ম তারিখ তাদেরসহ যারা পুর্বে ভোটার হতে পারেননি তাদের র্ভিুল ভাবে ভোটার তালিকায় অন্তভুক্ত এবং মৃত ব্যক্তিদের ভোটার তালিকা থেকে নাম কর্তনের জন্য নির্দেশনা দেয়া হয়।এই সাধারণ সভায় সমন্বয় কমিটির সদস্য, ইউপি চেয়ারম্যান, ভোটার তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজাররা অংশ গ্রহণ করেন।