শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
24 Jan 2025 05:23 am
আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে।গত বুধবার (২২ জানুয়ারী) সন্ধ্যায় আদমদীঘি উপজেলা সদরের থানা রোডসহ বিভিন্ন এলাকার দোকানপাট ও জনসাধারণের মাঝে এই লিফলেট বিতরণ করেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ।
এ সময় উপস্থিত ছিলেন,আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার,সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বুলবুল ফারুক, নসরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা,কেন্দ্রীয় সড়ক পরিবহন শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার কামরুল হাসান মধু, ফরিদুল হক মুক্তা,শাহীনুর ইসলাম,আদমদীঘি উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক আবু মোতালেব,উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান,উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাজী শামীম আহম্মেদ, কোরবান আলী, সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়ন সরকার,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম,সহ-সভাপতি আব্দুল বাশার মারুফ, নূর মোহাম্মদ মীম, সহ-সাংগঠনিক সম্পাদক সৈকত সরকার, ছাত্রদল নেতা সোহেল রানা, কাওছার দ্বীপ প্রমুখ।
লিফলেট বিতরণ করা কালে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন,কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী সারা বাংলাদেশে এই কর্মসূচি শুরু হয়েছে।আগামী ২৭ জানুয়ারী পর্যন্ত এই কর্মসূচি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পালন করা হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের দাবি সম্বলিত লিফলেট সকল মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেয়ার দায়িত্ব আমাদের।