বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
23 Jan 2025 07:28 pm
৭১ভিশন ডেস্ক:- আগামী দুই মাসের (মার্চে) মধ্যে ঢাকায় আসবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।জানিয়েছেন,এদেশের মেয়েদের ফুটবলে আর্থিক সহযোগিতা করতে চান তিনি।বিষয়টি সামাজিক মাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছেন।
সুইজারল্যান্ডে চলছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা।
যেখানে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস।সেখানেই ফিফা সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা। দক্ষিণ এশিয়ার ফুটবলে উন্নয়নের কথা জানিয়েছেন ইনফান্তিনো।ড. মুহাম্মদ ইউনূসকে ফিফা সভাপতি বলেছেন,আগামী দুই মাসের মধ্যে আমি বাংলাদেশে যাব।
ফিফা সভাপতির কাছে মেয়েদের ফুটবলের উন্নয়নের জন্য আবাসন এবং অন্যান্য অবকাঠামো নির্মাণের জন্য সহায়তা চান প্রধান উপদেষ্টা।এরই প্রেক্ষিতে আর্থিক সাহায্য করতে আগ্রহী ইনফান্তিনো।
চলমান যুব উৎসবে ঢাকায় আসার কথা ছিল ইনফান্তিনো কিন্তু আসতে না পারার কারণে দুঃখ প্রকাশ করেছেন।
কালের কণ্ঠ