বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
23 Jan 2025 03:25 pm
ফিরোজ হোসেন বদলগাছী,(নওগাঁ) প্রতিনিধিঃ-নওগাঁর বদলগাছীতে নিজ বাড়ির উঠানে ১ বছর ধরে গাঁজার গাছ রোপন এবং পরিচর্যার অভিযোগে এনামুল হক নামের ১ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার মিঠাপুর ইউনিয়নের হাজীপাড়া গ্রামের মৃত. তছির উদ্দিনের ছেলে এনামুল হক (৪০) কে তার নিজ বাড়ি থেকে গাঁজার গাছ সহ তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়,এনামুল হক তার বাড়ির উঠানে আম গাছের আড়ালে দীর্ঘ ১ বছর ধরে গাঁজার গাছ রোপণ করে পরিচর্যা করে আসছিলেন।তবে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে যাতায়াত করলেও গাছটি গাঁজার গাছ তা তারা জানতেন না।
বদলগাছি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে এনামুল হককে আটক করেছি।তার বাড়ির উঠান থেকে একটি বড় গাঁজার গাছ জব্দ করা হয়েছে।এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।