বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
23 Jan 2025 05:54 am
শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-হাড়কাঁপানো শীতের তীব্রতা ও ঘন কুয়াশায় বিপর্যস্তে ছিন্নমূল মানুষের মানুষের মাঝে জামালপুর সদর উপজেলা বিএনপি উদ্যোগে এবং শরিফপুর ইউনিয়ন বিএনপি আয়োজনে সাত শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার ২২ জানুয়ারি বিকেলে জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের রনরামপুর আর কে ডি এইচ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।কম্বল বিতরণ অনুষ্ঠানে জামালপুর সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনের সঞ্চালনায় ও সদর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে উপস্থাপিত ছিলেন শফিউর রহমান সফি মাস্টার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সহ-সংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারিছ আলী মামুন,তিনি তাঁর বক্তব্যে বলেন,সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ছিলেন মাটি ও মানুষের নেতা। তিনি গ্রাম গঞ্জে চলে গিয়েছে কৃষকদের উন্নয়নে।তিনি কৃষিতে সবুজ বিপ্লব সাধন করেছিলেন।সারা বাংলাদেশের উন্নয়নের কথা চিন্তা করে তিনি শরীফপুর ইউনিয়নে কৃষকদের সেচ ব্যবস্থা কে কৃষকদের মাঝে পৌঁছে দিতে বানরের খাল নিজ হাতে খনন করনের ও উদ্বোধন করেন।কৃষকের সুবিধা জন্য বিদ্যুৎ চালিত কৃষি সেচ পাম্প কৃষকদের মাঝে স্থাপন করেছিলেন।তৎকালীন সময়ে বানার খালের পানি দিয়ে বোরো মৌসুমে সুবিধা ভোগ করেছেন শরিফপুর ইউনিয়নের কৃষক রা ,এবং বর্তমানেও মৌসুমে বোরো ধানের বীজ তলা করে লাভবান হয়েছেন ।
এলাকাবাসী উন্মুক্ত বানারে বর্ষা কালে মাছ ধরে বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন।শহীদ জিয়া ৮৯ তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি আরো বলেন শরিফপুর ইউনিয়নে ছাত্র জনতার আন্দোলনে দুইজন কে ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনী গুলি করে হত্যা করেছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মোকসেদুর রহমান হারুন বলেন,আমরা ক্ষমতায় না গিয়েও আমাদের নেতাকর্মীর সহযোগিতায় আপনাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পেরে আমরা আনন্দিত বোধ করছি ।এটা সাহায্য না আমাদের শরীফপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা স্বরুপ বিতরণ হলো হইল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে জামালপুর জেলা বিএনপির মহিলা দলের সভানেত্রী সেলিনা পারভীন শীতার্ত দরিদ্র মা-বোনদের উদ্দেশ্যে তিনি বলেন,অসহায় শীতার্থ পরিবারের সদস্যরা আজ আমাদের শুভেচ্ছা শুরু কম্বল নিতে এসেছেন তাদের নিকট দোয়া চাই,যেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
এছাড়া বক্তব্য রাখলেন শরিফপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি মিজান হামিদী,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বকুল সিনিয়র সহ-সভাপতি সুজন উদ দৌলা সৃষ্টি সাংগঠনিক সম্পাদক ডাক্তার জুনায়েদ হোসেন,ইউনিয়ন যুবদলের সভাপতি মেহেদী হাসান কন্যা সাধারণ সম্পাদক নুর ইসলাম
শ্রমিক দলের সভাপতি মামুন ফকির,সাধারণ সম্পাদক মানিক উদ্দিন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল খান,সদস্য সচিব হারেছ উদ্দিন,কৃষক দলের সংগঠনিক সম্পাদক শওকত হোসেন প্রমুখ।
আরো বক্তব্য রাখলেন সদর উপজেলার ১৫টি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ।আরো বক্তব্য রাখেন শরিফপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির মুল দলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা।ও কম্বল বিতরণ অনুষ্ঠানে পূর্বে তেলাওয়াত করেন ও মোনাজাত পরিচালনা করেন শরিফপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোস্তফা কামাল দুলাল,জুলাই এ দেশে ছাত্র জনতার পুলিশের গুলিতে ছাত্র, জনতা শিশু নিহত শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।আহতদের রোগ মুক্তি কামনা করেন।
এছাড়াও জন্মবার্ষিকীতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার বিদেহী আত্মার মাগফেরত কামনা করা হয় ও দেশনেত্রী খালেদা জিয়া রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয় ।
সর্বশেষ তারেক জিয়া সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত শেষ করা হয়।