মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
22 Jan 2025 02:07 pm
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপ্রাদ্য বিষয়কে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মঙ্গলবার বিকেলে কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে কাহালু সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তারুণ্যের উৎসব ২০২৫, অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।
উক্ত ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. কাওছার হাবীব।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ, উপজেলা মৎস্য অফিসার নুর নবী, জামায়াতে ইসলামী বাংলাদেশ কাহালু উপজেলা শাখার আমীর মাওঃ আব্দুস সাহিদ খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ, জামায়াতে ইসলামী বাংলাদেশ কাহালু উপজেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সবুজ, বীরকেদার ইউপি চেয়ারম্যান ছেলিম উদ্দিন, দূর্গাপুর ইউপি চেয়ারম্যান শাহ মাসুদ হাসান রঞ্জু, মালঞ্চা ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন, জামগ্রাম ইউপির প্রশাসক শাহরিয়ার সিদ্দিক, নারহট্র ইউ পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম রব্বানী আকন্দ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল করিম, জামায়াতে ইসলামী বাংলাদেশ কাহালু উপজেলা শাখার অফিস সেক্রেটারী প্রভাষক মো. আব্দুল মোমিন, কাহালু সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম সহ বিভিন্ন ইউপির সচিব, সদস্যবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও দর্শকবৃন্দ। উদ্বোধনী খেলায় দূর্গাপুর ইউনিয়নকে ট্রাইবেকারে ৫-৪ গোলে হারিয়ে বীরকেদার ইউনিয়ন জয়লাভ করে। খেলা পরিচালনা করেন আনোয়ার হোসেন নয়ন। তাকে সহযোগীতা করেন টুটুল ও আনোয়ার কবির। ধারা ভাষ্যকার ছিলেন আল আমিন।