সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
20 Jan 2025 03:05 pm
কুড়িগ্রামে প্রতিনিধি:- সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে প্রেমিকের হাত ধরে বাংলাদেশে পালিয়ে এসেছেন এক ভারতীয় গৃহবধূ। উদ্দেশ্য ছিল প্রেমিককে বিয়ে করে বাংলাদেশেই ঘর বাধবেন।কিন্তু তাদের সে আশা পূরণ হয়নি।কেন না অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করেছে বিজিবি।দালালের মাধ্যমে সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রেমিকের সহযোগীসহ বিজিবির সদস্যদের হাতে আটক হয়েছেন ভারতীয় ওই গৃহবধূ।
যেখানে নিজেদের স্ত্রীর সঙ্গে পর্যটকদের সঙ্গম করতে দেন স্বামীরা।রবিবার (১৯ জানুয়ারি) বিকালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের ফুলবাড়ী থানায় সোপর্দ করে বিজিবি।
আটককৃতরা হলেন ভারতের পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার ধামাই গ্রামের বাবর আলী মণ্ডলের মেয়ে রেশমা মণ্ডল (২৮), দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উশতি থানার গড়খালী গ্রামের দেবকুমার সাপুইয়ের ছেলে সৌরভ কুমার সাপুই (১৮) এবং কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কাশিরডারা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইউসুফ আলী (২২)।১৮ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৫ হাজার কোটি টাকা।
ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ সাংবাদিকদের জানান, সন্ধ্যায় বিজিবি ভারতীয় এক নারী,এক যুবক ও তাদের সহযোগী এক বাংলাদেশীসহ ৩ জনকে থানায় সোপর্দ করেছে। এ ব্যাপারে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা হয়েছে।
সাইফুর রহমান শামীম,