সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
22 Jan 2025 06:12 am
৭১ভিশন ডেস্ক:- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেন,দেশের সব ক্রান্তিকাল উত্তরণে শহীদ জিয়া জাতির দিশারী।১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাংলাদেশের জনগণের ওপর আক্রমণ করার পর তিনি পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।২৬ মার্চ তিনি চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন অসীম বীরত্বে। সেদিন থেকেই দেশবাসী তার অসাধারণ নেতৃত্বের পরিচয় পায়।মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে ১৯ জানুয়ারি সন্ধ্যায় বগুড়া উপ শহরে এসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ বগুড়া কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক এমপি লালু বলেন, আওয়ামী লীগ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল।নির্মম ইতিহাস তাদের নেতার (শেখ মুজিব) ছবি-মূর্তি যেখানে ছিল বাংলাদেশের মানুষ তা মুছে ফেলেছে।
আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম সবার সামনে ভেসে আসছে।কেন, কারণ হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের অন্তরে চলে গেছে।আমরা সব সময় বলি তাকে যতই মুছে দিতে চাও পারবে না, কারণ তার নাম মানুষের অন্তরে রয়েছে।আমরা সব সময় বলি জিয়ার সৈনিক; জিয়াউর রহমানের সৈনিক তখনই হতে পারব যখন আমরা তাকে অনুসরণ করতে পারব।তার যে কর্মজীবন, তার যে রাজনৈতিক চিন্তা সেটা যখন আমরা বাস্তবায়িত করতে পারব।সেটাই হবে তার সৈনিক হওয়ার উপযুক্ত কাজ।তার সবচেয়ে বড় জিনিস ছিল সততা, নিয়মানুবর্তিতা ও কাজের প্রতি আন্তরিকতা আর দূরদৃষ্টি। সবগুলো মিলিয়ে আমাদের চিন্তা করতে হবে। তিনি আরো বলেন,‘আমাদের দায়িত্ব হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সততা সেই সততাকে যেন আমরা রক্ষা করি। সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সামনের দিকে এগিয়ে যাই।
এসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ বগুড়া কেন্দ্রের সহ-সভাপতি প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন বাবুর সভাপতিত্বে ও প্রকৌশলী সুজাউল ইসলাম সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, এসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ বগুড়া কেন্দ্রের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোঃ মইনুল হাসান রনি, গাবতলী উপজেলা যুবদলের আহকায়ক আরিফুর রহমান মজনু।