সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
22 Jan 2025 01:46 pm
নিজস্ব প্রতিবেদক:-আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তকারী একটি প্রতিনিধি দল শহীদ আবু সাঈদের কবর জেয়ারত করেন।রোববার দুপুরে উপজেলার বাবনপুর গ্রামে আসেন প্রতিনিধি দলটি।জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যা,গণহত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগ সহ মানবতা বিরোধী অপরাধের ঘটনাস্থল পরিদর্শন, তদন্ত এবং সাক্ষীদের সাথে মতবিনিময়ের ৬ দিনের উত্তরাঞ্চল সফরের প্রথম দিনই পীরগঞ্জে আসেন।
প্রতিনিধি দলের প্রধান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তকারী কর্মকর্তা উপপরিচালক আলমগীর পিপিএম, প্রসিকিউটর এসএম মইনুল করিম, প্রসিকিউটর তানভীর হাসান জোহা সহ মোট ১০ সদস্য উপস্থিত ছিলেন।এ সময় পীরগঞ্জ থানার ওসি এম এ ফারুক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।জেয়ারত শেষে পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম, বাবা মকবুল হোসেন, ভাই রমজান আলী এবং শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন আবু সাঈদের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেন।এ সময় ওই দলটি আবু সাঈদ এর হত্যার ঘটনার বর্ণনা রেকর্ড করেন।
উল্লেখ্য,আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার দলটি ১৯ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত রংপুর,রাজশাহী ও নাটোর জেলায় জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যা,গণহত্যা,লুণ্ঠন ও অগ্নিসংযোগ সহ মানবতা বিরোধী অপরাধের ঘটনাস্থল পরিদর্শন, তদন্ত এবং সাক্ষীদের সাথে মতবিনিময় করবে।
মাজহারুল আলম মিলন