রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
22 Jan 2025 07:17 am
জাহাঙ্গীর আলম মানিক,সাপাহার নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর সাপাহারে জল নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন’ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা ডাক বাংলো সাপাহার মিলনায়তনে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের আয়োজনে-Water Security and Climate Change: A Study on the Resilience of Water-Energy-Food Nexus in Bangladesh প্রকল্পের আওতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ এর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তারেক হাসান, শিক্ষা মন্ত্রনালয়ের পরিকল্পনা অধিশাখা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম-সচিব মোহাম্মদ আলী রেজা, শিক্ষা মন্ত্রনালয়ের পরিকল্পনা শাখা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ সচিব এস. এম ইমরুল হাসান এবং প্রকল্প পরিচালক, অধ্যাপক হাসান আল শাফী,সাপাহার সহকারী কমিশন ভূমি আবেদা সিফাত প্রমুখ বক্তব্যে রাখেন।
সভায় ‘জল নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন’ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ‘জল নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন’ প্রকল্পের পরিচালক অধ্যাপক হাসান আল শাফী। এ মতবিনিময় সভায় উপজেলার স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, মসজিদের ইমাম, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি- সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সক্রিয় অংশগ্রহণ করেন এবং সকলেই জলবায়ু পরিবর্তনজনিত খাদ্য ও জল সমস্যাসহ নানাবিধ সমস্যার কথা উল্লেখ করেন। বিশেষত সাপাহার উপজেলায় জলবায়ু পরিবর্তনে সৃষ্ট সমস্যাসমূহের সমাধানে সরকারের সার্বিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।