রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
19 Jan 2025 12:24 pm
শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা যুবদলের আলোচনা সভা ও শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।শনিবার ১৮ জানুয়ারি সন্ধ্যায় জামালপুর জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তন এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামালপুর জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজীবের সভাপতিত্বে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ মো.ওয়ারেছ আলী মামুন,
জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. আতিকুর রহমান লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মো.লিয়াকত আলী,যুগ্ম-সাধারণ শহিদুল হক খান দুলাল,খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন,শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ,সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি,জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান,রফিকুল ইসলাম রফিক,জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মামুন রশিদ বাবু প্রমুখ।
আলোচনা সভা শেষে অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।আলোচনা সভায় জেলা ও সদর উপজেলা যুবদলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।