শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
18 Jan 2025 04:31 am
৭১ভিশন ডেস্ক:- বগুড়ায় ছিনতাইকারী খুঁজতে গিয়ে বিদেশি পিস্তল,তাজা গুলিসহ বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।সাঁড়াশি অভিযানে চার অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার বিকেলে বগুড়া সদর থানায় প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, বৃহস্পতিবার রাতে বগুড়া শহরের রহমাননগর জিলাদার পাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।তাদের বিরুদ্ধে অস্ত্র এবং ছিনতাই আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করবে পুলিশ।
গ্রেপ্তারকৃতা-বগুড়া শহরের রহমাননগর জিলাদারপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে জিহাদ হাসান (২৩),মালগ্রাম মধ্যপাড়ার মৃত রাঘুর ছেলে রাসু (২০,ইসলামপুর হরিগাড়ী এলাকার চান মিয়ার ছেলে আরিফ আহমেদ কবির (২৬) এবং সূত্রাপুর এলাকার সাইদুল ইসলামের ছেলে রিয়াদ মাহমুদ (১৯)।
জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র জানান, বগুড়া সদর থানায় গত ৭ জানুয়ারি দায়ের করা ছিনতাই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি জিহাদ। সে রহমাননগর জিলাদার পাড়ায় টিনসেট বাড়িতে ভাড়া থাকতো।তাকে গ্রেপ্তারের পর ঘর তল্লাশি করে একটি সচল বিদেশী পিস্তল (আগ্নেয়াস্ত্র),তিনটি তাজা গুলিসহ ম্যাগজিন,দুটি ধারালো ছোরা,একটি চাপাতি,দুটি ধারালো দা ও দুটি হাসুয়া উদ্ধার করা হয়েছে।পরে জিহাদের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।