বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
18 Jan 2025 06:31 am
নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:- উত্তর জনপদের জেলা নওগাঁর আত্রাইয়ের জামগ্রামে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহি শীতাতলার মেলা। উপজেলার সদর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে নিভৃত এক পল্লী গ্রাম জামগ্রাম।গ্রামটি পল্লীতে হলেও এ মেলার কারনে গ্রামের খ্যাতি রয়েছে উত্তরবঙ্গ জুড়ে।প্রতি বছর বাংলা পৌষ মাসের শেষ তারিখে এখানে মেলা অনুষ্ঠিত হয়।
কথিত আছে,শত শত বছর পূর্বে রামচন্দ্র তার স্ত্রী সীতা রাণীকে এখানে বনবাস দিয়েছিলেন।আর সীতা বনবাসের এক পর্যায় জামগ্রামের বিশাল বনে একটি প্রকান্ড বটগাছের নিচে আশ্রয় নেন এবং বাঁকি সময় এ গাছটির নিচেই নাকি তিনি কাটিয়ে দেন। এর পার্শে ছিল এক বিরাট ইন্দারা।সীতা এই ইন্দারার পানিতেই নাকি ¯œান করতেন।কিন্তু কারের বিবর্তনে সেই বটগাছটিও আর নেই, ইন্দারাটিও আর নেই।এ কারণে তদানিন্তন সময়ে হিন্দু স¤প্রদায়ের লোকেরা সীতার নামে ওই বটগাছটির নীচে পুঁজা শুরু করেন। পরবর্তীতে এটি আর শুধু পুঁজার মধ্যে সীমাবদ্ধ থাকেনি।আস্তে আস্তে বৃহত মেলা অনুষ্ঠান শুরু হয়ে যায়।আর সীতার নামেই মেলার নামকরন করা হয়েছে ‘সীতাতলার মেলাথ।শুরুর দিকে এটি হিন্দু স¤প্রদায়ের মেলা থাকলেও বর্তমানে আর তাদের মধ্যে সীমাবদ্ধ নেই। এখন এ মেলা হিন্দু, মুসলিম সকলের এক মিলন মেলায় পরিণত হয়েছে।
্
এদিকে এ মেলাকে কেন্দ্র করে আশপাশের গ্রামগুলোতেও উৎসবের আমেজ পড়ে গিয়েছে। সমগ্র জামগ্রাম যেন অতিথিদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। সরকারি ভাবে মেলা একদিন হওয়ার কথা থাকলেও মেলা চলে বেশ কয়েকদিন ধরে। সে অনুযায়ী এবারেও আজ সোমবার মেলার দিন ধার্য থাকলেও গতকাল রোববার থেকেই দোকানপাট আর লোকে লোকারণ্য হয়ে গেছে জামগ্রামের মেলা এলাকা।
মেলা উদযাপন কমিটির সভাপতি ইউপি সদস্য রুহুল আমিন সোহাগ বলেন, এ মেলায় উত্তরবঙ্গের বগুড়া,জয়পুরহাট, গাইবান্ধা, নাটোর,রাজশাহী জেলাসহ বাংলাদেশের বিভিন্ন জেলার লোকজন ও ব্যবসায়ীরা এসেছেন।আমরা সাধ্যমত তাদের সকল ব্যবস্থা সম্পন্ন করে দিয়েছি।
্এ ব্যাপারে আত্রাই থানার আিফসার ইনচার্জ (ওসি) মো.সাহাবুদ্দিন বলেন, মেলায় আগত লোকজনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক সেখানে পুলিশ মোতায়েন থাকবে। সেই সাথে মেলাকে কেন্দ্র করে কেউ যাতে জুয়া,লটারী বা অসামাজিক কার্যক্রম করতে না পারে সেদিকে আামদের সজাগ দৃষ্টি থাকবে।