বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
18 Jan 2025 12:53 pm
শাহ আলম,ঘোড়াঘাট,দিনাজপুর:-দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌরসভা এলাকার পুরাতন বাজারে মধ্য রাতে আগুন লেগে "কাদেরুল ষ্টোর" নামে একটি গালামালের দোকান পুড়ে ছাই হয়ে যায়।পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাগানবাড়ী নিবাসী সফিউল ইসলামের ছেলে উক্ত প্রতিষ্ঠানের মালিক কাদেরুল ইসলামের সাথে কথা বলে জানাযায় যে,প্রতিদিনের ন্যায় সোমবার রাতে দোকানদারি করে ও দোকান বন্ধ করে বাসায় চলে যান।
দিবাগত রাত আনুমানিক ২ টার সময় বাজারে টহলরত নাইট গার্ড সদস্যরা আগুন দেখতে পেলে পুলিশ ও ঘোড়াঘাট ফায়ার সার্ভিসে খবর দিলে পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয় জনসাধারণের সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হয়।একাধিক সুত্র থেকে জানা যায় উক্ত আগুন কারেন্টের সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়,এতে প্রতিষ্ঠানটির ৯০% ভাগ পুড়ে যাওয়াতে আনুমানিক ৬ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
দোকান মালিক কাদেরুল ইসলাম বলেন তিনি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান হতে প্রায় ৮ লক্ষ টাকা লোন নিয়ে উক্ত প্রতিষ্ঠানটি পরিচালনা করতেছিলেন।এমন ক্ষতিতে বর্তমানে তিনি দিশেহারা হয়ে পরেছেন।ঘোড়াঘাট পুরাতন বাজার ব্যাবসায়ি ও মালিক সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সান্ত্বনা দেন পাশে থাকার জন্য।