বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
18 Jan 2025 11:11 am
রাকিবুর রহমান রকিব,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:-ষব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইলে রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রির অভিযোগে ১ জনকে গ্রেফতার করে দুই মাসের কারাদন্ড ও আরেকজনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে মোবাইল কোর্ট।
সোমবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ আকাশি বিলে অভিযান পরিচালনা করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন।এসময় মাটি ভর্তি একটি ট্রাক জব্দ করা হয়।
অভিযানে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল হাসান সঙ্গীয় ফোর্স'সহ উপস্থিত ছিলেন।এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন বলেন,মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(ছ) ধারা লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ১৫(১) ধারায় ১ জনকে কারাদণ্ড ও অন্যজনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরণের অভিযান চলমান থাকবে।