বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
27 Jan 2025 01:56 pm
মামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি:-পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায় ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে চুরি।একদিনে ৬টি গরু চুরি হয়েছে।এছাড়া প্রায় দিনই ঘটছে দোকান ও প্রতিষ্ঠানে চুরির ঘটনা।
এসব ঘটনায় জড়িত চোরদের আইনের আওতায় আনতে পারেনি পুলিশ।তবে পুলিশ বলছে ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজগুলো সংগ্রহ করা হচ্ছে।ফুটেজ দেখে চোর সনাক্ত করে তাদের আইনের আওতায় আনা হবে।
জানা যায়,গতকাল সোমবার রাতে উপজেলার চন্ডিপুর এলাকার দিনমজুর আ.রহিম শেখের ৪টি ও চরবলেশ্বর গ্রামের রুহুল আমিন শেখের ২টি গরু নিয়ে গেছে চোরাই চক্র।
এর আগে গত ৭ জানুয়ারী ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ে,একটি মাদ্রাসা ও একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে।এক্ষেত্রে বেশিরভাগ বাড়িতে সিধকেটে ও চেতনানাশক স্প্রে প্রয়োগ করে উপজেলার বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটেছে।এছাড়া ব্যাটারি চালিত ইজিবাইক,রিক্সা,ভ্যান চুরি হয়েছে কয়েকটি।গত ২ মাসে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক হারে চুরির উপদ্রব বৃদ্ধি পেয়েছে।
ভুক্তভোগী দিনমজুর আ রহিম জানান, আমি গরীব মানুষ। ধারদেনা করে গরু কিনে লালন-পালন করছিলাম।গরুগুলো আগামী কোরবানীর ঈদে বিক্রি করার কথা ছিল। কিন্তু চোরেরা আমার সব শেষ করে দিয়েছে।
এবিষয় ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো.মারুফ হোসেন জানান,৬টি গরু চুরির ঘটনায় এসআই প্রশান্তকে ওই এলাকার সিসিটিভি ফুটেজগুলো সংগ্রহ করার দায়িত্ব দেয়া হয়েছে।গরু উদ্ধার ও চোরাই চক্রকে গ্রেফতারের জন্য অভিযান চলছে