বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
27 Jan 2025 12:26 pm
ছাদেকুল ইসল রুবেল,গাইবান্ধাঃ- জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ আলমগীর ইসলাম ও মনির উদ্দিন নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
১৪ জানুয়ারী মঙ্গলবার রংপুর ঢাকা জাতীয় মহাসড়কের পলাশবাড়ী এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত আলমগীর ইসলাম, নীলফামারী জেলার ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ঘাটেরপার গ্রামের আয়তাল হকের ছেলে,মনির উদ্দিন একই এলাকার ছায়েত আলীর ছেলে।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।